আমরা ইতোমধ্যে স্বপ্লোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে নাম লিখিয়েছি। “রূপকল্প-২০২১” এর মাধ্যমে মধ্য আয়ের দেশ হওয়ার সাফল্য যখন দ্বারপ্রান্তে, তখন ম্বপ্নের সীমানা বিস্ত„ত ‘২০৪১‘ সালে উন্নত দেশ হওয়ার প্রত্যাশা। এ লক্ষ অর্জনের জন্য প্রয়োজন দক্ষ ও মেধাবী মানবসম্পদ এবং উজ্জ্বল তরুন প্রজন্ম, যাদের গড়ে তুলতেই নিরলশ কাজ করে যাচ্ছে “ আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়” ।
বর্তমান যুগ তথ্য ও প্রযুক্তির যুগ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানুষের জীবন ধারনের পদ্ধতিকেই বদলে দিয়েছে। জীবনকে করেছে আরো সহজতর, আনন্দময় এবং গতিশীল। তারই ধারাবাহিকতায় অত্র বিদ্যালয়ের সকল তথ্য এই ওয়েব সাইটের মাধ্যমে প্রকাশ করছে। ঐতিহ্যের সাথে নতুন দিনের নতুন চিন্তার অভিযোজনের মাধ্যমে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এগিয়ে যাওয়ার পথ মসৃন হবে। এ জন্য চাই ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ সকল স্তরের মানুষের সৃজনশীল ভাবনা ও সহযোগিতা। প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা।
মোঃ তৌহিদুল ইসলাম
সভাপতি
নাম | ক্যাটাগরি | পদবী |
---|---|---|
মোঃ তৌহিদুল ইসলাম | সমাজ সেবক | সভাপতি |
মোঃ আব্দুল সাত্তার | অভিভাবক সদস্য | সাধারন অভিভাবক সদস্য |
মোঃ আলমগীর | অভিভাবক সদস্য | সাধারন অভিভাবক সদস্য |
মোঃ জামিলুর রেজা মানিক | অভিভাবক সদস্য | সাধারন অভিভাবক সদস্য |
মোঃ হায়দার আলী বকুল | অভিভাবক সদস্য | সাধারন অভিভাবক সদস্য |
মোঃ আনোয়ার হোসেন | বাকাশিবো কর্তৃক মনোনীত শিক্ষানুরাগী সদস্য | শিক্ষানুরাগী সদস্য |